মাত্র কিছুদিন আগেই শেষ হল চরের মানুষের জীবনচিত্র নিযে নাটক ‘কলসি’-এর শুটিং। ‘কলসি’ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ফরহাদ আলম। অভিনেতা মামুনুর রশীদ, স্পর্শিয়া ও সোহেল রানাকে ঘিরে নাটকের গল্পটি নির্মিত হয়েছে। শিলাইদহ চরে কলসি নাটকের শুটিং হয়।
সাধারণত গাড়িতে চড়েই স্পটে যায় সব নাটকের শুটিংয়ের দল। কিন্তু ‘কলসি’ নাটকের দলটির হয়েছে এক ব্যতিক্রম অভিজ্ঞতা। প্রচণ্ড ঝড়ের কারণে তাদের যাত্রাপথ গাড়ি চলার অনুপযোগী হয়ে যায়। দীর্ঘ কর্দমাক্ত পথ হেঁটে শিল্পী-কলাকুশলীদের পৌঁছাতে হয় শুটিংস্পট কুষ্টিয়ার শিলাইদহ চরে।
অভিনেতা মামুনুর রশীদ বলেন, "আত্মপরিচয় ফিরে পেতে মানুষ কী না করতে পারে, নাটকে সেটাই দেখানো হবে। গল্পটিতে একধরনের সারল্য আছে। নাটকে নদী এবং নদীকেন্দ্রিক মানুষের জীবিকা ও নানা সংকট তুলে ধরা হয়েছে।"
‘কলসি’ নাটকে নারী চরিত্রে অভিনয় করেছেন স্পর্শিয়া। কলসি নাটকের গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন সোহেল রানা। তার কাজের প্রশংসা করেছেন মামুনুর রশীদ। নাটকটির একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন জয়রাজ। অচিরেই যেকোন একটি বেসরকারী টেলিভিশন চ্যানেলে ‘কলসি’ নাটকটি প্রচারিত হবে বলে জানা যায়।
বিডি-প্রতিদিন/ ১১ জুন, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৮