সম্প্রতি অভিনেতা মীর সাব্বির, ঈশানা এবং শতাব্দী ওয়াদুদ একটি টেলিফিল্মে অভিনয় করলেন। বিপ্লব হায়দারের রচনায় এবং আর এইচ সোহেলের পরিচালনায় টেলিফিল্মটির নাম ‘টিয়ার খাঁচা’।
হাসান ফুয়াদের সম্পাদনায় নাটকটিতে আরো অভিনয় করেছেন শিরিন আলম, ফুয়াদ, কামরুজ্জামান বাহার, ফারগানা মিল্টন প্রমুখ। অচিরেই কোন একটি বেসরকারী টেলিভিশন চ্যানেলে টেলিফিল্মটি প্রচার হবে বলে জানা যায়।
সাব্বির একটি মেয়েকে নদীর পারে কুড়িয়ে পায়। তাকে সে বাড়িতে নিয়ে আসে। তারপর শুরু হয় যত বিপত্তি। সুস্থ হওয়ার পর মেয়েটি জানায় সে সাব্বির এর বিবাহিতা বউ। তাকে মেনে না নিলে সে আইনের আশ্রয় নিবে। সাব্বির কোন ভাবেই তার মাকে বিশ্বাস করাতে পারে না সে মেয়েটিকে চিনে না।
এক পর্যায়ে সাব্বিরের মা তাকে পুত্র বধু হিসাবে মেনে নিলে সাব্বির রেগে বাড়ি থেকে বের হয়ে যায়। এভাবেই মেয়েটি বউয়ের মর্যাদা নিয়ে এই বাড়িতেই থাকতে খাকে। ধীরে ধীরে মেয়েটির সাথে সাব্বিরের একটা সর্ম্পক গড়ে উঠে আর তখনই এলাকার প্রতাপশালী বংশধর সেলিম তালুকদার এসে মেয়েটিকে ধরে নিয়ে যায়।
বিডি-প্রতিদিন/ ১১ জুন, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৯