মিশা সওদাগর ও জায়েদ খানের নেতৃত্বে সম্প্রতি দায়িত্ব নিয়েছে নতুন নির্বাচিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতির সদস্যরা। এরপর থেকে নতুন নতুন উদ্যোগ নেওয়ার কাজও শুরু করেছেন তারা। এ ধারাবাহিকতায় আগামী ১৫ জুন রাজধানীর রমনার বাংলাদেশ পুলিশ কনভেনশন হলে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এ বিষয়ে চিত্রনায়ক জায়েদ খান বলেন, প্রথমবারের মতো এফডিসির বাইরে এ রকম একটি ইফতার মাহফিলের আয়োজন করতে যাচ্ছি। চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্টদের সবাইকে নিয়ে ইফতারের এ আয়োজন করা হয়েছে। ইচ্ছা রয়েছে, ঈদের পর পুনর্মিলনী আয়োজনেরও। তবে এখানেই শেষ নয়, যেকোনো বড় বড় উৎসবে যাতে সবাই একত্রিত হয়ে নিজেদের মধ্যে বন্ধনটা আরও অটুট রাখতে পারি সেজন্য এই ধরণের উদ্যোগ অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/১২ জুন, ২০১৭/মাহবুব