বিপাশা হায়াতের রচনা ও তৌকীর আহমেদের পরিচালনায় একটি খণ্ড নাটকে অভিনয় করেছেন মৌটুসী বিশ্বাস।নাটকের নাম 'পিকনিক'। ঈদে নাটকটি প্রচারিত হবে বাংলাভিশনে।
ঈদে উপলক্ষ্যে নইম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় 'কথোপকথন' নামক একটি নাটকেও অভিনয় করেছেন মৌটুসী। পুর্ণেন্দু পুত্রীর বিখ্যাত কাব্যগ্রন্থ ‘কথোপকথন’ থেকে এর চিত্রনাট্য লিখেছেন মাসুম শাহরিয়ার।
ময়মনসিংহ ও ঢাকার বিভিন্ন লোকেশনে ‘কথোপকথন’ নাটকটির চিত্রায়ণ সম্পন্ন হয়েছে। এতে নন্দিনী চরিত্রে দেখা যাবে মৌটুসীকে। তার বিপরীতে শুভঙ্কর চরিত্রে আছেন ইমন।
বিডি প্রতিদিন/১৪ জুন, ২০১৭/ফারজানা