জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে নির্ঝর চৌধুরীর পরিকল্পনায় রেডিও ৭১ সেই বিখ্যাত গান 'শোন একটি মুজিবরের থেকে' এবং নির্মলেন্দু গুণের বিখ্যাত কবিতা 'সেই রাত্তির কল্পকাহিনি'র মিশেলে একটি মিউজিক ভিডিও নির্মাণ করেছে।
আর এ মিউজিক ভিডিওতে কন্ঠ দিয়েছেন এই প্রজন্মের পুতুল, সাব্বির, লিজা, ঝিলিক ও নির্ঝর চৌধুরী। পাঠ ও আবৃত্তি করেছেন জান্নাতুল ফেরদৌসি ও আসিফ।
ভিডিওটি আগামী ১৪ই অাগস্ট রাতে ফেসবুক ও ইউটিউবে মুক্তি দেয়া হবে।
বিডিপ্রতিদিন/ ১৩ আগস্ট, ২০১৭/ ই জাহান