ভারত হিন্দু প্রাধান দেশ আর মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ পাকিস্তান। এছাড়া পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক চিরশত্রু ভাবাপন্ন। সোমবার অনুষ্ঠিত হচ্ছে পাকিস্তানের ৭০তম স্বাধীনতা দিবস।
পাকিস্তানের মর্যাদায় পূর্ণ স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতীয় শিল্পীরা পাকিস্তানের জাতীয় সংগীতটি গেয়ে উপহার দেন পাকিস্তানকে ।
পাকিস্তানের স্বাধীনতা দিবসকে সামনে রেখে ভারতের সাত সদস্যের একটি সংগীতদল পাকিস্তানের জাতীয় সংগীত 'পাক সার জমিন সাদ বাদ' গানটি অসাধারণভাবে গেয়ে ইউটিউবে প্রকাশ করে। সম্প্রাতি ইউটিউবে প্রকাশ হওয়া এই গানটি ভারত-পাকিস্তান দুই দেশেই ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
ভিডিওটিতে দেখা যায় বিশ্বাস, গর্ব, মহানতা,পরিপূর্ণতা ইত্যাদি সম্মান সুচক লেখা খচিত প্লেকার্ড হাতে নিয়ে ভারতের সেই সাত জন শিল্পী পাকিস্তানের জাতীয় সংগীত 'পাক সার জমিন' গানটি গাইছেন। ইতোমধ্যে পাকিস্তানের জনপ্রিয় সংবাদপত্র 'ডন' তাদের একটি সংবাদে লিখেন-ভারতের পক্ষ থেকে স্বাধীনতা দিবসের মাত্র একদিন আগে প্রকাশ হওয়া।
বিডি প্রতিদিন/১৪ আগস্ট ২০১৭/আরাফাত