বঙ্গবন্ধুকে নিয়ে নাট্যকার ও গীতিকবি সহিদ রাহমানের লেখা গল্প 'মহামানবের দেশে' অবলম্বনে নাটক নির্মাণ করেছেন মান্নান হীরা। নাটকের নাম 'ইতিহাসের কৃষ্ণপক্ষ'। সম্প্রতি পুবাইল ও উত্তরায় নাটকটি নির্মিত হয়েছে। অভিনয় করেছেন তারিক আনাম খান, ফজলুর রহমান বাবু, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী শর্মিমালা ও মোমেনা চৌধুরী। 'ইতিহাসের কৃষ্ণপক্ষ' নাটকটি ১৫ আগস্ট চ্যানেল আইতে রাত ৮টায় প্রচার হবে।
নাট্যকার সহিদ রাহমান বলেন, প্রতিটি বাঙালি বঙ্গবন্ধুর অবদানের প্রতি ঋণী। সেই ঋণ তো কোনোদিন শোধ করার নয়, তবুও তার আদর্শ কত তীব্রভাবে একদম সাধারণ মানুষের মধ্যেও দেশের প্রতি ভালোবাসা জাগিয়েছিল তা দেখানোর চেষ্টা করেছি।
তারিক আনাম খান বলেন, মুক্তিযুদ্ধের গল্পে অভিনয়কে শুধু অভিনয় নয়, দায়বদ্ধতা মনে করি। নিজে মুক্তিযুদ্ধ করেছি তাই এতে কাজ করতে গিয়ে বারবার যুদ্ধের সেই সময়ে ফিরে গেছি।
শর্মিমালা বলেন, আমি মুক্তিযুদ্ধ দেখিনি। তাই সেই সময়ের গল্পে কাজ করতে গিয়ে বেশ পড়াশোনা করতে হয়েছে। একজন মুক্তিযোদ্ধা তার প্রেমিকা বা স্ত্রীকে (আমাকে) ছেড়ে বঙ্গবন্ধুর ভাষণ শুনে যুদ্ধে গেল এবং দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধুকে এক নজর দেখার জন্য গ্রাম ছেড়ে ঢাকায় চলে আসে। খুবই আবেগী গল্প, মন দিয়ে কাজ করেছি।
বিডি প্রতিদিন/১৪ আগস্ট, ২০১৭/ফারজানা