টরন্টোর জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও শিক্ষক নুরুল আলম লাল সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। বর্তমানে তিনি সানিব্রুক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
শিল্পী নুরুল আলম লালের ছেলে তানজির আলম সজীব ফেসবুকে পোষ্টে জানিয়েছেন, মঙ্গলবার সানিব্রুক হাসপাতালে তার পায়ের অপারেশন হবার কথা রয়েছে। তিনি জানান, চিকিৎসকরা দর্শনার্থীদের হাসপাতালে ভিড় না করতে পারামর্শ দিয়েছেন।
প্রসঙ্গত, তানজির আলম সজীব নিজেও একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী। এছাড়াও শিল্পী নুরুল আলম লালের আরেক ছেলে কানাডার জনপ্রিয় ও বিখ্যাত তবলা বাদক তানভির আলম রাজিব।
বিডি প্রতিদিন / ১৫ আগস্ট, ২০১৭ / তাফসীর