আরও একবার ভুল কারণে চর্চার শিরোনামে ঋষি কাপুর। টুইটারে ফের ট্রোলিং শুরু হয়েছে তাকে নিয়ে। কারণ প্রতিবেশী দেশ পাকিস্তানকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা।
রোমে স্ত্রী নীতু কাপুরকে নিয়ে ছুটি কাটানোর ছবি মাঝে মাঝেই দেখা যাচ্ছে ঋষির প্রোফাইলে। তারই মাঝে পাকিস্তানকে ‘ইয়ুম-ই-আজাদি’র শুভেচ্ছা জানান তিনি। টুইট করে এই শুভেচ্ছা জানান তিনি।
সেই টুইটে তিনি লিখেছেন, দু’দেশের মধ্যে যেন শান্তি, ভ্রাতৃত্ব আর ভালবাসার সম্পর্ক বজায় থাকে। এর পরেই সেই পোস্টের নীচে শুরু হয়ে যায় ‘হেট কমেন্ট’এর বন্যা! কেউ কেউ ভারতীয় নারী ক্রিকেট দলের উদ্দেশে করা ঋষির মন্তব্যের প্রসঙ্গও টেনে আনেন।
এর আগে পাকিস্তানের উদ্দেশে করা তার ‘লাভ মেসেজ’-টাও একইভাবে নেটিজেনরা বিদ্রুপ করেছিলেন। যদিও এসবের কোনও জবাবই দেননি ঋষি। দিব্যি আছেন হলিডে মুডে। এবার আর তার ঝগড়া করার কোনও ইচ্ছেই নেই।
বিডি প্রতিদিন / ১৫ আগস্ট, ২০১৭ / তাফসীর