শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে এফডিসি প্রাঙ্গণেও পালিত হল জাতীয় শোক দিবস। শোক দিবস উপলক্ষ্যে এফডিসি প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে, মিলাদ মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়। প্রশাসন থেকে শুরু করে চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিদের নানা সংগঠন বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে দিনটিকে পালন করে।
জাতীয় শোক দিবস উপলক্ষে এফডিসিতে ছিল সুনসান নীরবতা। অন্যসব প্রতিষ্ঠানের মতো এফডিসির প্রশাসনিক কার্যক্রমও বন্ধ ছিল। বন্ধ ছিল ছবির শুটিং ও ডাবিংয়ের কাজও। শোক দিবসে অংশ নেন চিত্রনায়ক রিয়াজ, ওমর সানি, বাপ্পি, অভিনেত্রী দিলারা, পরিচালক মাসুম বাবুল, শিল্পী সমিতির সভাপতি ও অভিনেতা মিশা সওদাগরসহ আরও অনেকেই।
মঙ্গলবার দুপুরে সরেজমিনে এফডিসিতে দেখা যায়, প্রবেশপথের পাশে থাকা বঙ্গবন্ধুর প্রতিকৃতিটি ফুলে ফুলে ভরে গেছে। এফডিসি কর্তৃপক্ষ, পরিচালক সমিতি, প্রযোজক পরিবেশক সমিতি, শিল্পী সমিতিসহ সব সংগঠনই সকাল ৯টার পর থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে।
শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘ভাবগম্ভীর্যের সাথে আমরা এফডিসি পরিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের জন্য মিলাদ ও দোয়ার আয়োজন করেছি। বঙ্গবন্ধুর জন্য চলচ্চিত্রের মানুষদের অন্যরকম শ্রদ্ধা রয়েছে। কারণ আমরা এফডিসি পেয়েছিলাম তার হাত ধরেই।’
শিল্পী সমিতির কার্য্যনির্বাহী কমিটির সদস্য সাইমন বলেন, ‘সরাষ্ট্রমন্ত্রী মহোদয় সকালে আসার কথা ছিল। কিন্তু পান্থপথে জঙ্গি হামলা হওয়ায় তিনি আসতে পারেননি। আমরা শিল্পী সমিতি ও চলচ্চিত্র পরিবারের পক্ষ থেকে দোয়া মিলাদ ও জাতির জনকের স্মরণে নানা আয়োজন পালন করছি।’
বিডি প্রতিদিন / ১৫ আগস্ট, ২০১৭ / তাফসীর