নির্মাতা বদরুল আনাম সৌদ পরিচালিত প্রথম ছবি 'গহীন বালুচর' এর ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে। গত ৯ জুলাই কোনও কাটছাঁট ছাড়াই সেন্সর বোর্ডের ছাড়পত্র পায় 'গহীন বালুচর'। ছবিটি মুক্তি পাচ্ছে ২০ অক্টোবর।চরকেন্দ্রিক প্রেমের গল্প নিয়ে সাজানো 'গহীন বালুচর' ছবির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। ছবিটির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে নীলাঞ্জনা নীলা, আবু হুরায়রা তানভির ও জান্নাতুন নূর মুনের। আরও অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, সুবর্ণা মুস্তাফা, ফজলুর রহমান বাবু, বন্যা মির্জা, জিতু আহসান, আফরোজা বানু, শাহাদাৎ হোসেন ও রুনা খান।
সরকারি অনুদানপ্রাপ্ত 'গহীন বালুচর' ছবিটি পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া। প্রযোজনা করছে সাতকাহন ও ফ্রেন্ডজ মুভিজ ইন্টারন্যাশনাল।
বিডি প্রতিদিন/১৫ সেপ্টেম্বর, ২০১৭/ফারজানা