ইনস্টাগ্রামে চমকে ওঠার মতো এক ভিডিও পোস্ট করেছেন সানি লিওন। সেখানে দেখা যাচ্ছে তিনি টেনে তুলছেন মুখের চামড়া। চোখে মুখে একটা দুঃখী আর ভয়ার্ত ছাপ।
ইনস্টাগ্রামে পোস্ট করা তার এই ভিডিও ভাইরাল হয়েছে। পোস্ট করার ২৪ ঘণ্টার মধ্যেই প্রায় সাড়ে ৯ লাখ মানুষ দেখেছেন এই চমকে দেওয়া ভিডিও।
আসলে সানি লিওন মানেই খবর। তিনি জানেন, কী করে খবরে থাকতে হয়। আর এখানেই তার খ্যাতির রহস্য।
কিন্তু ঠিক কী হয়েছে বলিউডের সাড়া জাগানো সুন্দরীর! সেটা অবশ্য ভিডিও’র সঙ্গে উল্লেখ করেছেন সানি। জানিয়েছেন আসলে প্রস্থেটিক মেকআপ নিচ্ছিলেন তিনি। প্রস্থেটিক কিটের সাহায্যে মজা করেই মুখে এমন মেকআপ নিয়েছেন তিনি। পুরো ব্যাপারটাতে তিনি যে বেজায় মজা পেয়েছেন, তাও উল্লেখ করেছেন সানি।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন