প্রথমবারের মতো বাণিজ্যিক ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন সোহানা সাবা। 'আব্বাস ওটু'(Abbas o2) শিরোনামের এই ছবিটি পরিচালনা করবেন সাইফ চন্দন। আব্বাস নামে এক ছেলের বেড়ে ওঠা ও সংগ্রামকে উপজীব্য করে গড়ে উঠেছে এ ছবির কাহিনী।
ছবিতে সাবার বিপরীতে 'আব্বাস' চরিত্রে অভিনয় করবেন নিরব। তিনি বলেন, কিছুদিন ধরে আব্বাস চরিত্রটির সঙ্গে বসবাস করছি। ভালো লাগছে যে, সহশিল্পী হিসেবে সাবাকে পাচ্ছি। জুটি হিসেবে আমরা ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করছি। আশা করি তার সঙ্গে আমার পর্দা কেমিস্ট্রি দর্শকদের মন ছুঁয়ে যাবে।
'আব্বাস ওটু' গল্পে থাকছে অ্যাকশন, রোমান্টিক ও কমেডির মিশেল। ছবির গল্পে দেখা যাবে, পুরান ঢাকায় বেড়ে উঠে আব্বাস। তাকে খুন করতে এসে প্রেমে পড়ে যায় চুটকি। আব্বাসও তাকে খুব ভালোবাসে। চুটকি চরিত্রে রূপদান করেছেন সাবা। 'ওটু' (o2) হলো অক্সিজেনের সংকেত। চুটকিই হয়ে ওঠে আব্বাসের জীবনের অপরিহার্য এক অঙ্গে। এজন্যই ছবির নামে আব্বাসের সঙ্গে o2 লাগানো হয়েছে।
লাইভ টেকনোলজিসের ব্যানারে নির্মিতব্য এ ছবিটির চিত্রনাট্য লিখেছেন জসিম উদ্দিন। নির্মাতা সাইফ চন্দন বলেন, এরই মধ্যে আমরা ঢাকার অংশের চিত্রায়ন করেছি। আগামী মাসে মানিকগঞ্জ, চাঁদপুর এবং দেশের বাইরে মালদ্বীপ ও শ্রীলংকায় কাজ করব।
বিডি প্রতিদিন/২৬ সেপ্টেম্বর, ২০১৭/ফারজানা