ওসামা বিন লাদেন মানেই হাজারও গল্পকাহিনি৷ মৃত্যুর পরও তাকে নিয়ে গল্পগাছার শেষ নেই৷ বিভিন্ন সূত্রে আজও নতুন নতুন গল্প ভেসে ওঠে৷ এবার বলিউডের পর্দায় ফুটে উঠবে ওসামা বিন লাদেনের গোপন জীবনের কথা৷ সৌজন্যে বিশাল ভরদ্বাজ৷ লাদেন ও আল কায়েদার কাহিনিই তার পরবর্তী ছবির বিষয়৷
ইতিমধ্যেই লাদেন হত্যার কাহিনি উঠে এসেছে হলিউডের ‘জিরো ডার্ক থার্টি’ ছবিতে৷ তবে তাতে প্রাধান্য পেয়েছিল লাদেন হত্যার অভিযান৷ তবে তার আগের কথা, অর্থাৎ লাদেনের কাজ ও আল কায়েদার অভ্যন্তরের চিত্রটি তুলে ধরতে চান বিশাল৷ সেক্ষেত্রে তার ছবিটিকে ‘জিরো ডার্ক থার্টি’র প্রিকুয়েল বলা যায়৷
দুই ইনভেস্টিগেটিভ জার্নালিস্টের লেখা একটি বই এই মুহূর্তে ঘুরছে বিশালের হাতে৷ তা থেকেই তথ্য আহরণ করছেন তিনি৷ মূলত এই বইকে ভিত্তি করে বিশাল সাজাবেন তার চিত্রনাট্য৷ আর হিন্দি সিনেমার দুনিয়া জানে, যখনই এরকম কোনও বিষয় নিয়ে তিনি সিনেমা করেন তখন তা মাস্টারপিস হয়ে ওঠে৷
তার এখনও পর্যন্ত শেষ সিনেমা ‘রঙ্গুন’ অবশ্য বাজিমাত করতে পারেনি৷ কিন্তু তার আগের ছবি ‘হায়দার’-এ যেভাবে কাশ্মীর সমস্যা তুলে ধরেছিলেন বিশাল, তাতে তাকে কুর্নিশ জানিয়েছে সিনেমা দুনিয়া৷
লাদেনকে নিয়ে সিনেমা মানেই যে কুখ্যাত জঙ্গিকে গ্লোরিফাই করা হবে এমনটা নয়৷ সাধারণত বলিউডি চিত্রনাট্যে তাই করা হয়ে থাকে৷ কিন্তু বিশালের দৃষ্টিভঙ্গিই অন্যরকম৷ তাই সময়-রাজনীতি-আন্তর্জাতিক সমীকরণ ও ওসামা বিন লাদেন এই যোগসূত্রই তিনি তৈরি করছেন তার চিত্রনাট্যে৷ যদিও এখনই এ ব্যাপারে বিশেষ কিছু খোলসা করতে নারাজ পরিচালক৷
বিডি-প্রতিদিন/ ২৭ সেপ্টেম্বর, ২০১৭/ তাফসীর