বরুণ ধাওয়ান এবং নাতাশা দালালের পর এবার সিদ্ধার্থ মালহোত্রা ও আলিয়া ভাটের সম্পর্কে ভেঙে গেছে। বিষয়টি নিয়ে আলিয়া কিংবা সিদ্ধার্থ খোলাখুলি কোনো মন্তব্য না করলেও অভিনেতার জন্মদিনের অনুষ্ঠানে সেটার ছাপ স্পষ্ট।
গত সোমবার ছিল সিদ্ধার্থ মালহোত্রার জন্মদিন। ৩২-এর জন্মদিনে মেন্টর করণ জোহর এবং ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে সেলিব্রেট করেন সিদ্ধার্থ। কিন্তু সেখানে দেখা যায়নি প্রেমিকা আলিয়া ভাটকে। আর সেটা নিয়ে ইন্ডাস্ট্রিতে জোর গুঞ্জন তাদের 'ব্রেকআপ' হয়ে গেছে।
ভারতীয় গণমাধ্যমে খবর, সাবেক প্রেমিকা আলি দাদারকরের সঙ্গে নাকি বর্তমানে একটু বেশিই দেখা যাচ্ছে আলিয়া ভাটকে। কখনও আলির জন্মদিনের পার্টিতে দেখা যাচ্ছে আলিয়াকে, আবার কখনও আলির সঙ্গে নাইট আউটে বের হতে দেখা যাচ্ছে বলিউডের এই অভিনেত্রীকে। সবকিছু নিয়ে প্রাক্তন বন্ধুর সঙ্গে সম্পর্কের তার জুড়তে শুরু করাতেই কি সিদ্ধার্থের সঙ্গে বিচ্ছেদ, এবার এমন প্রশ্নই উঠছে বিভিন্ন মহলে।
এর আগে, দু’জনের মতের অমিল থাকাতেই সম্প্রতি বিচ্ছেদ হয় বরুণ ধাওয়ান এবং নাতাশা দালালের। যদিও সূত্র বলছে, বরুণের জীবনে তৃতীয় কারও আগমণই তাঁদের বিচ্ছেদের অন্যতম প্রধান কারণ।
বিডি-প্রতিদিন/১৮ জানুয়ারি, ২০১৭/মাহবুব