সালমান খানের নতুন ছবি 'টাইগার জিন্দা হ্যায়' মুক্তির ২৬ দিনে আয় করেছে ৩২৮.০৯ কোটি রুপি। যা চাপে ফেলে দিয়েছে বলিউডের 'মি. পারফেকশনিস্ট' খ্যাত অভিনেতা আমির খানকে। কারণ ফিল্ম বিশেষজ্ঞদের ধারণা, সালমানের 'টাইগার জিন্দা হ্যায়' যেভাবে ছুটছে, তাতে আমির খানের ‘পিকে’-র বক্স অফিস কালেকশনের রেকর্ডও ভেঙে যাবে। আমিরের 'পিকে' ছবিটি আয় করেছিল ৩৪০.০৮ কোটি রুপি।
এদিকে পিকে-র রেকর্ড ভাঙার আগে আগামী সপ্তাহেই মুক্তি পাচ্ছে অক্ষয় কুমারের প্যাডম্যান এবং লীলা বনশালির বিতর্কিত ছবি পদ্মাবতী। চলচ্চিত্র বিশেষজ্ঞদের ধারণা, যেকোনো সময় 'টাইগার জিন্দা হ্যায়'কে পিছনে ফেলতে পারে এই দুই ছবি। তাই আমিরের রেকর্ড কালেকশন সালমান ভাঙতে পারবে কিনা সেটা নির্ভর করছে এই দুই ছবি কতটা ব্যবসা করতে পারে তার ওপর।
এদিকে, এই সাফল্যের জেরে টাইগার জিন্দা হ্যায়-এর সিকুয়েল বানানোর কথা ঘোষণা দিয়েছেন সালমান খান।তবে সেই ছবি মুক্তি পেতে আরও ৫ বছর অপেক্ষা করতে হবে তার ভক্তদের।
বিডি-প্রতিদিন/১৮ জানুয়ারি, ২০১৭/মাহবুব