Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
প্রকাশ : ১৮ জানুয়ারি, ২০১৮ ১০:৪৭
আপডেট : ১৮ জানুয়ারি, ২০১৮ ১১:০৭

সালমানের সঙ্গে ক্যাটরিনার 'বিয়ের' গুঞ্জন!

অনলাইন ডেস্ক

সালমানের সঙ্গে ক্যাটরিনার 'বিয়ের' গুঞ্জন!

আনুশকা শর্মার বিয়ের পর বলিউডের অনেকের বিরুদ্ধে চুপি চুপি বিয়ের গুঞ্জন উঠে। যদিও এসবের সত্যতা পাওয়া যায়নি। এই তালিকায় ছিলেন বণবীর সিংহ ও দীপিকা পাড়ুকোনের মতো তারকা জুটিও। এখন শোনা যাচ্ছে ক্যাটরিনা কাইফের কথা। আর সেই গুঞ্জনকে উসকে দিয়েছেন নায়িকা নিজেই।

নিউজ১৮-এর খবর, সামাজিক যোগাযোগ মাধ্যমে হাতে মেহেদি পরা ছবি পোস্ট করেন ক্যাটরিনা। যেখানে দেখা যাচ্ছেন লজ্জায় একেবারে মুখ লাল অভিনেত্রীর! এরপর থেকেই নেটিজেনরা বলছে, নিশ্চয়ই বিয়ের জন্য তৈরি হচ্ছেন ক্যাটরিনা। আর পাত্রের নামের জায়গায় বার বারই চলে আসছে সালমান খানের নাম। যদিও কেন হাতে মেহেদি পরেছেন তা খোলসা করেনি ক্যাটরিনা। 

এদিকে, 'টাইগার জিন্দা হ্যায়' ছবির মাধ্যমে দীর্ঘদিন পর সালমানের সঙ্গে জুটি বেঁধে পর্দায় ফিরেছেন ক্যাটরিনা। বক্স অফিসে রেকর্ড ব্যবসা করে ফেলেছে এই জুটির নতুন ছবি। বলিউডে গুঞ্জন, সেই সাফল্যকে সঙ্গে নিয়েই কী বিয়ের পিঁড়িতে বসতে চলেছেব ক্যাটরিনা?

বিডি-প্রতিদিন/১৮ জানুয়ারি, ২০১৭/মাহবুব


আপনার মন্তব্য