ক্যাপিটাল এফ এম ৯৪.৮ এর সাথে আজ থেকে শুরু হচ্ছে গুরু এহতেশাম পথচলা। প্রতি বৃহস্পতিবার রাত ১১ টা থেকে রাত ২টা পর্যন্ত ক্যাপিটাল এফ এম এর নতুন আয়োজন "ভালোবাসা With গুরু এহতেশাম" অনুষ্ঠানে থাকবেন ভালোবাসার গুরু হিসেবে পরিচিত এই কণ্ঠস্বর।
এসএমএস ও লাইভ ফোনকলের মাধ্যমে আপনিও ভালোবাসার গল্প শোনাতে পারেন। SMS করার নিয়ম CFM _ NAME _ LOCATION _ LOVE STORY পাঠাতে হবে 6969 নাম্বারে আর লাইভ ফোন কলের জন্য নাম্বার – ০২৫৫০৩৬৬৫৯। কান পাতুন ক্যাপিটাল এফ এম ৯৪.৮।
ফেসবুক লাইভের জন্য চোখ রাখুন ক্যাপিটাল এফ এম এর অফিসিয়াল পেজ www.facebook.com/capitalfm94.8 এ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন