পোস্টার ও টিজার প্রকাশ করেই আগ্রহের পারদ চড়িয়ে দিয়েছিলেন। ট্রেইলার প্রকাশের পর যা উঠেছে আরও চরমে। বুধবার আনুশকা শর্মার 'পরী' ছবির ট্রেইলার প্রকাশ করা হয়েছে। ছবিতে ভয়ঙ্কর ভূতের চরিত্রে অভিনয় করেছেন আনুশকা। যে সবাইকে ভয় পাইয়ে দেয়।
ট্রেইলারটি দেখার পর আনুশকার স্বামী বিরাট কোহলি টুইটারে জানিয়েছেন, 'আমার এক এবং একমাত্র (স্ত্রী)কে এই রূপে কখনো দেখিনি। আমি মুগ্ধ। ধৈর্য ধরাটা (পুরো ছবি দেখার) এখন মুশকিল হয়ে যাচ্ছে!' '
পরী' ছবিটি আনুশকা প্রযোজিত তৃতীয় ছবি। তার প্রযোজিত 'এনএইচ ১০, 'ফিল্লোরি' ছবি দুটি বেশ প্রশংসিত হয়েছিল। দর্শকরা এরইমধ্যে ভয় পেতে শুরু করলেও 'পরী' নিয়ে প্রত্যাশাও আকাশচুম্বী।
'পরী' ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ২ মার্চ। এতে আরও অভিনয় করছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জী, রজত কাপুর ও ঋতাবরী চক্রবর্তী। নির্দেশনার পাশাপাশি ছবির চিত্রনাট্য লিখেছেন প্রশিত রায়। সঙ্গীতায়জনে আছেন অনুপম রায়।
বিডি প্রতিদিন/১৫ ফেব্রুয়ারি, ২০১৮/ফারজানা