দীর্ঘ সংগীত ক্যারিয়ারে প্রথমবারের মতো দ্বৈত গান প্রকাশ করেছেন গায়ক-সুরকার ও সংগীত পরিচালক পার্থ বড়ুয়া। ১৩ ফেব্রুয়ারি রাতে গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে ‘ভাবিনি’ শিরোনামের গানটির ভিডিও প্রকাশ করা হয়েছে। গানটিতে পার্থ বড়ুয়ার সঙ্গে কণ্ঠ দিয়েছেন নিশিতা বড়ুয়া। ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতায় নিশিতার প্রথম মৌলিক গান ‘বন্ধু তোমায় মনে পড়ে’র সুরও ছিলো পার্থ বড়ুয়ার করা। সেটি প্রকাশ করেছিলো গানচিল মিউজিক। আবারও গানচিল মিউজিকের ব্যানারে নতুন গান নিয়ে হাজির হলেন দুই বড়ুয়া।
গানটির কথা লিখেছেন নিশিতা বড়ুয়া। এটিই এ গায়িকার লেখা প্রথম প্রকাশিত গান। সুর ও সংগীত করেছেন পার্থ বড়ুয়া। শ্রীমঙ্গলের বিভিন্ন লোকেশনে গানটির ভিডিওর শুটিং হয়েছে।
পার্থ বড়ুয়া বলেন, ‘এই গানটির মধ্যে ভিন্নতা আছে। অনেক যত্ন নিয়ে কাজটি করেছি। ভিডিওতেও নতুনত্ব আনা হয়েছে। দর্শক-শ্রোতারা দেখলেই সেটা বুঝতে পারবেন।’
নিশিতা বড়ুয়া বলেন, ‘প্রথমবারের মতো আমার লেখা গান প্রকাশ পেয়েছে। সবচেয়ে বড় কথা গানটিতে আমি কণ্ঠ দিয়েছি পার্থ দার সঙ্গে। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। অডিওর পাশাপাশি ভিডিওটিও দুর্দান্ত হয়েছে। আশাকরি সবার ভালো লাগবে।’
গানচিলের সিইও জিয়া উস সোবহান বলেন, ‘গত আগস্ট-সেপ্টম্বরের দিকে গানটির শুটিং হয়েছে শ্রীমঙ্গলে। শুটিং করতে গিয়ে দেড় দিন পুরো টিমকে বসে থাকতে হয়েছে বৃষ্টির কারণে। এরপর ঢাকায় ফিরে যখন ইনডোর শুটিং করা হয় তখন পার্থ বড়ুয়ার স্টুডিওতে ছিল পানি। ফলে অনেক কষ্ট করে কাজটি করতে হয়েছে। ভিডিও এডিটিং এবং পোস্ট প্রোডাকশন হয়েছে বোম্বেতে। আমাদের বিশ্বাস গানটি সবার ভালো লাগবে।’
উল্লেখ্য, বছর সাতেক আগে একটি টিভি চ্যানেলের জন্য কানিজ সূবর্ণার সঙ্গে একটি দ্বৈত গানে কণ্ঠ দেন পার্থ বড়ুয়া। এছাড়া আর কোনো দ্বৈত গানে কণ্ঠ দেননি তিনি। সে হিসেবে এটিই তার গাওয়া প্রথম প্রকাশিত দ্বৈত গান।
বিডি প্রতিদিন/এ মজুমদার