প্রায় সবাই তাকে ভুলতে বসেছিলেন। এমন সময় ফের লাইমলাইনে নাতাশা। সৌজন্যে ইনস্টাগ্রাম। নেপথ্যে 'হট অ্যান্ড বোল্ড' ফটোশ্যুট। কয়েকদিন আগে নিজের হট ফটোশ্যুট করেছিলেন এই সুন্দরী। যা পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। আর সুন্দরীর শরীরি উষ্ণতায় এখন ফুটছে সাইবারবাসী।
বলে রাখা ভাল, বিকিনি পরে ছবি গুলিতে মোহময়ী রূপে দেখা যাচ্ছে নায়িকাকে। তবে এটাই প্রথমবার নয়। এর আগেও নাতাশা ইনস্টাগ্রামে বোল্ড ছবি পোস্ট করেছেন। ‘ডিজে ওয়ালে বাবু মেরা গানা বাজা দে’ গানের সঙ্গে জনপ্রিয়তার শিরোনামে এসেছেন নাতাশা। তারপর থাকতে এসেছিলেন ‘বিগ বস’র ঘরেও। তবে নাতাশা আদতে সার্বিয়ার মডেল।
বেশ কিছুদিন আগে,’ইয়ে হ্যায় মহব্বতেঁ’ ছবির সহ-অভিনেতা এলি গোনীর সঙ্গে নাম জড়িয়েছিল তার। কিন্তু এখন দুজনের সম্পর্ক ছিন্ন হয়েছে। কিন্তু আজও একে অপরকে ভাল বন্ধু মনে করেন নাতাশা ও এলি।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর