আগামী ২০ এপ্রিল মুক্তি পাচ্ছে রাকা বিশ্বাস অভিনীত ‘প্রেমের কেন ফাঁসি’ ছবিটি। এটি তার অভিনীত চতুর্থ সিনেমা। তবে মুক্তির দিক দিয়ে প্রথম। ছবিটি পরিচালনা করেছেন আবু সুফিয়ান। ছবিটিতে রাজার মেয়ের চরিত্রে অভিনয় করেছেন রাকা।
‘প্রেমের কেন ফাঁসি' ছবিটি নিয়ে রাকা বলেন, 'আমি বেশ আশাবাদী। কারণ গল্পে ভিন্নতা আছে। ছবিটির কাহিনিও অনেক সুন্দর।'
সম্প্রতি রাকা ‘প্রেমাচল’ নামে আরেকটি সিনেমার কাজ শুরু করেছেন। এবার তাকে দেখা যাবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও। 'শেষ রাতের গল্প’ নামের সেই স্বল্পদৈর্ঘ্যটি নির্মাণ করবেন এফ আই শাহীন। আগামী ৫-৬ এপ্রিল চলচ্চিত্রটির দৃশ্যধারনের কাজ হবে। এতে আনিসুর রহমান মিলনের বিপরীতে জুটি বাঁধবেন রাকা।
‘শেষ রাতের গল্প’ এ আরও অভিনয় করেছেন একে আজাদ আদর। চিত্রনাট্য লিখেছেন আওরঙ্গজেব। এটি প্রযোজনা করছেন রুপস মাল্টিমিডিয়া।
‘শেষ রাতের গল্প’ নিয়ে রাকা বিশ্বাস বলেন, এর গল্প ও আয়োজন বেশ ভালো লেগেছে। তাই কাজটি করছি। এরপর আর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করার ইচ্ছে নেই।
বিডি প্রতিদিন/২৯ মার্চ, ২০১৮/ফারজানা