অবশেষে মুক্তি পেল ‘বাত্তি গুল মিটার চালু’ ছবির ট্রেলার। সেই ট্রেলারের প্রথম ঝলকে আপনি শহিদ কাপুর এবং শ্রদ্ধা কাপুরের প্রেম ছাড়া অন্য কিছু দেখতে পাবেন না। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আপনার চোখ খুলে দেবে এই ছবির ট্রেলার।
সিনেমার প্লটে উত্তর ভারতের একটি গ্রামের ছবি তুলে আনা হয়েছে। যেখানকার মানুষ লোডশেডিংকে নিজেদের জীবনের অংশ বলেই ধরে নেন। এমন কোনও দিন নেই, যেদিন লোডশেডিংয়ের তাড়নায় ভুগতে হয়নি তাদের। কিন্তু শহিদের বন্ধু দিব্যেন্দুর আচমকা মৃত্যু যেন সবকিছু অন্যদিকে মোড় নেয়।
জানা যায়, দিনের বেশিরভাগ সময় লোডশেডিং থাকলেও, দিব্যেন্দু শর্মার কারখানার বিদ্যুতের বিল আসে ৫৪ লাখ টাকার। যা দেখে মাথা ঘুরে যায় দিব্যেন্দুর। এত বড় টাকার বিদ্যুৎ বিল কীভাবে এল, তা নিয়ে প্রশ্ন করলেও, কোনও সুরাহা মেলেনি। অবশেষে দিব্যেন্দুকে হুমকি দেওয়া হয়, বিদ্যুত বিলের টাকা না মেটালে তার কারখানা কেন বাড়ির লাইনও কেটে দেওয়া হবে। এমনকী, তার নামে গ্রেফতারি পরোয়ানাও জারি হতে পারে বলে জানানো হয়।
মানসিক চাপ সহ্য করতে না পেরে, অবশেষে আত্মহত্যা করেন দিব্যেন্দু। এরপরই টনক নড়ে শহিদ কাপুরের। বিশাল অঙ্কের বিদ্যুত বিলের সমস্যার সুরাহা করতে এবং দিব্যেন্দুর মৃত্যুর প্রতিশোধ নিতে আইন নিয়ে পড়া শুরু করেন শহিদ। এরপর আইনজীবীর কালো পোশাক পরে যখন শহিদ আদালতে হাজির হন। তখন তার পাশে এসে দাঁড়ান আপামর সাধারণ মানুষ। যারা বিদ্যুত বিল মেটাতে মেটাতে নাজেহাল।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর