একজন ব্যস্ত থাকেন টেলিভিশন, ওয়েব ও ছবির কাজ নিয়ে। অন্যজনের শ্যুটিং নিয়ে ব্যস্ততা তো আছেই, পাশাপাশি তিনি একজন জনপ্রিয় নৃত্যশিল্পীও। দেশে-বিদেশে শো করে বেড়ান। কিন্তু কাজকর্মের ব্যস্ততার ফাঁকে গৌরব চট্টোপাধ্যায় ও দেবলীনা কুমার, দু'জনেই যতটা পারেন সময় কাটান একসঙ্গে।
ছুটির দিনে পরিবারের সকলের সঙ্গে লাঞ্চে যাওয়া বা হঠাৎ কফি ডেট ছাড়াও মাঝেমধ্যে ওয়র্কআউটও করেন একসঙ্গে। গৌরব চট্টোপাধ্যায় ও দেবলীনা কুমারের বন্ধুত্বের কথা বাংলা বিনোদন জগতের সবাই তো জানেন বটেই, তাদের অনুগামীরাও জানেন। কথায় বলে, বন্ধুত্বের 'ভার' নিতে জানতে হয়।
অন্তর্নিহিত অর্থটা হল বন্ধুত্বের দায়িত্ববোধ। কিন্তু আক্ষরিক অর্থেই সম্প্রতি বন্ধুত্বের ‘ভার’ নিলেন দেবলীনা। ওয়র্কআউটের ফাঁকে পিঠে তুলে নিলেন গৌরবকে। শুধু তাই নয়, দু’পাক হাঁটলেনও হাঙ্ককে পিঠে নেওয়া অবস্থায়। পুরো ঘটনাটা ধরা পড়ল মোবাইল ভিডিওতে আর সেই ভিডিও দেবলীনা শেয়ার করলেন তার ইনস্টাগ্রাম প্রোফাইলে।
বিডি প্রতিদিন/১১ আগস্ট ২০১৮/আরাফাত