জাতীয় নাট্যশালার মূল হলে আগামী সোমবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৭.৩০ টায় মঞ্চায়ন হবে নাকট 'শ্রাবণ ট্র্যাজেডি'।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক আনন জামান রচিত ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফর্মেন্স স্টাডিস বিভাগের সহকারী অধ্যাপক আশিক রহমান লিয়নের পরিকল্পনা ও নির্দেশনায় 'শ্রাবণ ট্র্যাজেডি' মঞ্চনাটকটি প্রযোজনা করবে মহাকাল নাট্য সম্প্রদায়।
জন্মলগ্ন থেকেই মহাকালের অভিপ্রায় ছিল রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক নানারকম সাম্প্রতিক সংকট উপজীব্য নাট্য প্রযোজনা মঞ্চে নিয়ে আসছে। সংগ্রামী নারী আসমানী থেকে আরম্ভ করে মুক্তিযুদ্ধের বিস্তৃত ক্যানভাস, গীতিকার নারী, তাঁত শিল্পের কারিগর, প্রান্তিক জনমানুষ, লিঙ্গ প্রতিবন্ধী, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জঙ্গিবাদের মত বিষয় ও নানা মাত্রিক চরিত্র উঠে এসেছে মহাকালের নাট্য আয়োজনে।
মহাকাল'র চল্লিশতম প্রযোজনাতেও এর ব্যতয় ঘটেনি। মহাকাল নাট্য সম্প্রদায় এবার মঞ্চায়ন করছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং পরিবার পরিজনদের সুপরিকল্পিতভাবে নৃশংস হত্যাকান্ড নিয়ে গবেষণালব্ধ মঞ্চনাটক ‘শ্রাবণ ট্র্যাজেডি’।
দীর্ঘ ১০ মাস ধরে এ পান্ডুলিপি পর্যালোচনা ও পাঠচক্র এবং দেড়মাস যাবত একটানা এ নাটকের মহড়া চলেছে ও উদ্বোধনী মঞ্চায়ন প্রস্তুতির জন্য প্রায় ৪০ জন যোদ্ধা নিয়মিত অভিনয় ও নেপথ্যে কাজ করে চলেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার