মুক্তি পেল ‘ইয়ামলা পাগলা দিওয়ানা ফির সে’ ছবির ট্রেলার৷ মাসখানেক আগে মুক্তি পেয়েছিল টিজার৷ ফের দেওল পরিবারের যাদুতে মুগ্ধ দর্শক৷ বরাবরের মতো কিংবদন্তী অভিনেতা ধর্মেন্দ্র এবং তাঁর দুই ছেলে সানি এবং ববি রয়েছেন ছবির মুখ্য ভূমিকায়৷
‘ইয়ামলা পাগলা দিওয়ানা’ ছবির ফ্র্যানচাইজের তৃতীয় ছবি এটি৷ প্রথম ছবিটি সুপারহিট হলেও, দ্বিতীয় ছবিটি বক্স অফিসে তেমন সফল হতে পারেনি৷ তবে তৃতীয় পার্ট ‘ইয়ামলা পাগলা দিওয়ানা ফির সে’ টিজারেই কুপোকাত হয়েছে দর্শকরা৷
ট্রেলারে শুরু হয় ‘ইয়ামলা’কে দিয়ে৷ ইয়ামলার চরিত্রে অভিনয় করছেন ধর্মেন্দ্র৷ যার জীবনে বার্ধক্য দেখা দিয়েছে ঠিকই, তবে তার মন এখনও যৌবনকে ধরে রেখেছে৷ বয়স ষাট পেরলেও তার আত্মা এখনও আবদ্ধ বছর পঁচিশে৷ তারপর সানি দেওলের আগমন৷ পুরনো ডায়লগ ‘ঢাই কিলো কা হাত’র নস্টালজিয়ায় ফের ভাসতে পারে সানি-ভক্তরা৷ ছবিতে তিনি একজন শক্তিশালী পুরুষের চরিত্রে অভিনয় করেছেন৷ তবেট্রেলারে খুব একটা তার অভিনয়ের কিংবা অ্যাকশনের ঝলক পাওয়া যায়নি৷
শেষে এন্ট্রি নেন ববি দেওল৷ ববির নাম ছবিতে ‘কালা’৷ আর সেই নাম নিয়েই যত সমস্যা তার৷ নাম এমন হওয়ার কারণে প্রতিদিন রাতে বাড়ির ছাদে গিয়ে মদ্যপান করেন তিনি৷ তবে তার নামের সমস্যাকে ব্যাকসিটে রেখে, ‘কালা’র জীবনে প্রবেশ করবে একজন সুন্দরী নারী৷ সেই নারীর ভূমিকায় অভিনয় করেছেন কৃতি খারবান্দা৷ ববি এবং কৃতির প্রেম ছবির মূল বিষয় গুলির মধ্যে একটি৷
ধর্মেন্দ্র, সানি এবং ববিকে গুজরাতি বলতেও দেখা যাবে৷ তবে ভিডিওর শেষে রয়েছে বিশেষ চমক৷ সালমান খানের ক্যামিও রয়েছে ‘মাস্তানা’৷ ধর্মেন্দ্রর বাড়িতে এই নামেই প্রবেশ করেন সালমান৷ টিজারে সবচেয়ে বেশি দৃশ্য ববি দেওলেরই রয়েছে৷
ছবিতে একটি বিশেষ গানও রয়েছে৷ সেই গানে সোনাক্ষী সিনহা, রেখা এবং সালমান খানকে একসঙ্গে নাচতে দেখা গিয়েছে৷ কিংবদন্তি অভিনেত্রী রেখাকে ছবিতে ৪৫ বছর পর ধর্মেন্দ্রর সঙ্গে স্ক্রিন স্পেস শেয়ার করতে দেখা গেল৷ গানটিতে রেখা, সালমান এবং সোনাক্ষীর পাশাপাশি ছবির গোটা স্টারকাস্টকেই দেখা গেছে৷ ‘ইয়ামলা পাগলা দিওয়ানা ফির সে’ ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী ১৫ আগস্ট৷ সিনেমাটি পরিচালনা করেছেন নভনিয়ত সিং৷
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর