অনন্যা পান্ডে। বলিউডের তুখোড় অভিনেতা চানকি পান্ডের মেয়ে। আর বাবার পথ ধরে বলিউডের গ্ল্যামারাস সাম্রাজ্যে খুব শিগগিরই পা রাখতে চলেছেন অনন্যা। আর সেটা হতে যাচ্ছে ধর্ম প্রডাকশনসের ব্যানারে নির্মাণাধীন 'স্টুডেন্ট অব দি ইয়ার' ছবির সিক্যুয়েলের মাধ্যমে।
'স্টুডেন্ট অব দি ইয়ার' সেই ছবি যার মাধ্যমে বলিউডে পা রাখেন বর্তমান প্রজন্মের তিন প্রভাবশালী অভিনয়শিল্পী আলিয়া ভাট, সিদ্ধার্থ মালহোত্রা ও বরূণ ধাওয়ান। তাই এই ছবিতে অভিনয়ের সাথে সাথে নিজেকে সোশাল মিডিয়াতেও যথেষ্ট অ্যাকটিভ রেখেছেন এই স্টার কিড।
অনন্যা পান্ডে অভিনীত 'স্টুডেন্ট অব দি ইয়ার ২'-এ তাঁর সাথে আরো আছেন টাইগার শ্রফ ও তারা সুতারিয়া। ছবিটি এ বছরের নভেম্বরে দিওয়ালি উপলক্ষে মুক্তি পাওয়ার কথা ছিল।
তবে পরে তা পরিবর্তন করে আগামী বছরের গরমে মুক্তি পাবে বলে নির্মাতাসূত্র নিশ্চিত করেছে।
তাই এখন এর অভিনয়শিল্পীদের জন্য সোশাল মিডিয়াই ভরসা। আর তারই প্রমাণ রাখলেন চাঙ্কি পান্ডের কন্যা অনন্যা পান্ডে। গতকাল নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করে এই স্টার কিড লেখেন, আশা করি কেউ এটা লক্ষ করেননি যে আমার নখ ভেঙেছে।
'স্টুডেন্ট অব দি ইয়ার ২' ছাড়াও রণবীর সিং ও আলিয়া ভাট অভিনীত জয়া আখতারের নতুন ছবি 'গুল্লি বয়'তেও তাঁকে একঝলক দেখা যাবে। ছবিটি আগামী বছরের ফেব্রুয়ারিতে মুক্তি পাবে।
বিডি-প্রতিদিন/ ই-জাহান