বলিউডের সুপারস্টার সালমান খান। 'ভাইজান' খ্যাত এ অভিনেতার সঙ্গে স্ক্রিন শেয়ারের জন্য মুখিয়ে থাকেন অভিনেত্রীরা। কিন্তু কিছুদিন আগে সালমানের 'ভারত' ছবিতে চুক্তিবদ্ধ হয়েও পরে নিজেকে ফিরিয়ে নেন প্রিয়াঙ্কা চোপড়া। এবার আরও এক অভিনেত্রী সালমানের সঙ্গে স্ক্রিন শেয়ারে রাজি হলেন না। তিনি টেলিভিশন তারকা হিনা খান।
নিজের প্রথম মিউজিক ভিডিও ‘ভাসুদি ইন দিল্লি’র প্রচারের জন্য ‘দশ কা দম’ অনুষ্ঠান থেকে ডাক পান অভিনেত্রী হিনা খান। কিন্তু তিনি রাজি হননি সেই অনুষ্ঠানে যাওয়ার জন্য।
যেখানে অনিল কাপুর থেকে শুরু করে বলিউডে নামী তারকারা অংশ নিয়েছেন, সালমানের সঞ্চালিত সেই বিখ্যাত শো ‘দশ কা দম’ অনুষ্ঠানে কেন হিনা অংশ নিতে চাইলেন না তা নিয়ে প্রশ্ন উঠছেই।
বিষয়টি নিয়ে মুখ খুলেছেন হিনা। হিনা জানাচ্ছেন কিছু ব্যক্তিগত কারণের জন্য তিনি সেখানে যাচ্ছেন না। খুব স্পষ্ট করে বলতে গেলে, হিনা তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট -এ জানিয়েছেন যে , তাঁর প্রাক্তন ‘বিগবস’ সহযোগী শিল্পা শিন্ডে ওই অনুষ্ঠানে যাওয়ায় তিনি আর সালমানের ‘দশ কা দম’-এ যেতে চাননি।
বিডি-প্রতিদিন/ ই-জাহান