জনপ্রিয় সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিন বলেছেন বলেন, প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুলকে আমরা সঠিক মূল্য দিতে পারিনি। গানে বুলবুলের প্রতিভা এক বিস্ময়! তার মতো মেধাবীর কোনো দাম দিতে পারিনি।
সাবিনা ইয়সামিনের গাওয়া অনেকগুলো তুমুল জনপ্রিয় গানের রূপকার ছিলেন বুলবুল। বিশেষ করে দেশের গানে সাবিনা ইয়াসমিনের যত কালজয়ী গান প্রায় সবগুলোতে সম্পৃক্ত ছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল।
একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে সাবিনা ইয়াসমিন আরও বলেন, ছোটবেলায় মাত্র ১৪ বছর বয়সে বুলবুল মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিল। দুই নম্বর সেক্টরে সৈনিক ছিল সে। সেই হিসেবে তার অনেক কিছু পাওয়ার ছিল, কিন্তু তাও পাননি। আমি খুব কাছ থেকে দেখেছি, বুলবুল একেবারেই সাধারণ দিনযাপন করতো। তার বাসা ও স্টুডিওতে গেলে এটা বোঝা যায়।
হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মঙ্গলবার ভোরে রাজধানীর আফতাব নগরের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বরেণ্য সুরকার, গীতিকার ও সংগীত পরিচালক। দেশের সংগীতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১০ সালে একুশে পদক লাভ করেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। এ ছাড়া সংগীতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য সম্মাননা এবং পুরস্কার লাভ করেন।
বিডি প্রতিদিন/ফারজানা