আর কোন দিন সাজিদ খানের সঙ্গে কাজ করবেন না বলে জানিয়েছেন বিদ্যা বালান। কোমল নাহাতার স্টারি নাইট ২.০'তে এসে এ কথা বললেন তিনি।
বিদ্যার মতে, সাজিদ খান মেয়েদের সঙ্গে কাজ করার যোগ্য নন। ইতিমধ্যে 'মিটু'তে অভিযুক্ত হয়ে হাউসফুল-৪ থেকে নিজেকে সরিয়ে নিতে বাধ্য হয়েছেন সাজিদ খান। তাঁর বিরুদ্ধে একাধিক মহিলা যৌন নিগ্রহের অভিযোগ এনেছেন। তারপর থেকেই কার্যত একঘরে সাজিদ খান।
ইতিমধ্যে ওই চ্যাট শো'তে অতিথি হিসেবে আসা বিদ্যা বালানকে সূত্রধর প্রশ্ন করেছিলেন, আপনি কার সঙ্গে ভবিষ্যতে কাজ করতে চাইবেন না? তখনই সাজিদের নাম করেন তিনি।
ইতিমধ্যে সাজিদের বোন নৃত্যপরিচালক-পরিচালক ফারাহ খান গোটা ঘটনার নিন্দা করেছেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ