Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ২৪ মার্চ, ২০১৯ ১৮:০৮

প্রকাশ্যে দুই নায়িকার চুম্বন, ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক

প্রকাশ্যে দুই নায়িকার চুম্বন, ভিডিও ভাইরাল

একজন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন, হঠাৎ সেখানে হাজির হলেন আরেকজন। এরপর ঠোঁটে ঠোঁট। পরের দৃশ্য উপস্থিত কেউ কল্পনাও করেননি। দু'জন চুম্বন করলেন একে অপরকে। অন ক্যামেরা। না! এ কোনো ফিল্মি দৃশ্য নয়। বাস্তব ঘটনা। আর তাতেই ফের শিরোনামে উঠে এলেন অভিনেত্রী নিয়া শর্মা ও রেহনা পণ্ডিত।

ভারতীয় গণমাধ্যমের খবর, সম্প্রতি বলিউডের একটি হোলি পার্টিতে গিয়েছিলেন নিয়া শর্মা। আর সেখানে ঢোকার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। সেই মুহূর্তে উপস্থিত ছিলেন অভিনেত্রী রেহনা পণ্ডিত। পার্টিতে ঢোকার আগে সকলের সামনেই একে অপরকে চুম্বন করেন দুই নায়িকা। যা সোশ্যাল মিডিয়া কেউ পোস্ট করতেই তা ভাইরাল হয়ে যায়।

নিয়া এবং রেহানা ভাল বন্ধু। কয়েক বছর আগে একসঙ্গে ‘জামাই রাজা’ নামে একটি শো করতেন তারা। তাদের ফ্যাশন স্টেটমেন্টও ইন্ডাস্ট্রির আলোচনায় থাকে। আবার শপিং অথবা ডিনারেও এই দুই নায়িকাকে অনেক সময়ই একসঙ্গে দেখা যায়। কিন্তু এই ভিডিয়ো ছড়িয়ে পড়ার পর সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু কুরুচিকর মন্তব্যও সহ্য করতে হয়েছে তাদের। যদিও সে সব নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি তারা।

বিডি-প্রতিদিন/২৪ মার্চ, ২০১৯/মাহবুব

 


আপনার মন্তব্য