পটুয়াখালীর মির্জাগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের বাড়িতে ডাকাতি ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের আন্দুয়া গ্রামে ওই সদস্যের বসতঘরে ডাকাতি হয়। ঘটনার পর পুলিশ দফায় দফায় অভিযান চালাচ্ছে বলে দাবী করেন।
ভুক্তভোগী মো. জাফর সিকদার মির্জাগঞ্জ উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাধারন সদস্য এবং স্থানীয় বাজারে ইট ও বালুর ব্যবসা করেন তিনি।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, রাত অনুমান দুইটার দিকে আন্দুয়া গ্রামে ইউপি সদস্য জাফর সিকদারের বাড়ির দরজা ভেঙে ৮ থেকে ৯ জনের একটি ডাকাতদল ঘরে ঢোকে। তারা দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে হাত-পা বেধে রেখে ঘরের আসবাবপত্র তছনছ করে টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে নিয়ে চলে যায়।
জাফর সিকদার জানান, রাত দুইটার দিকে মুখে কালো কাপড় বাঁধা ৮ থেকে ৯ জনের একটি দল ঘরে ঢুকে অস্ত্রের মুখে আমাকে ও স্ত্রীকে হাত-পা বেঁধে ফেলে। তারা ঘরের সবকিছু তছনছ করে। ডাকাতেরা ২ লাখ ৮৫ হাজার টাকা, সাড়ে ৪ ভরি স্বর্ণালংকার ও ৪টি মোবাইল ফোন নিয়ে গেছে।
মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) খান নরুল ইসলাম বলেন, খবর পেয়ে সকালে ওসিসহ তিনি ঘটনাস্থলে গিয়েছেন। দফায় দফায় অভিযান চলমান রয়েছে। জেলা থেকে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা আসছেন। আবারও ঘটনাস্থলে যাবো। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এএম