এবারের আইপিএলে ধর্মশালায় প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে পাঞ্জাব কিংস ও লখনৌ সুপার জায়ান্টস। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে লখনৌ।
পয়েন্ট টেবিলে এগিয়ে থাকার লড়াইয়ে উভয় দলের জন্যই গুরুত্বপূর্ণ এই ম্যাচ। জয় পেলে পাঞ্জাব চলে যাবে দ্বিতীয় স্থানে। সেই লক্ষ্যেই দলে ফিরেছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। অন্যদিকে, লখনৌ যদি এই ম্যাচ জেতে, তবে তারা উঠে যাবে পঞ্চম স্থানে।
গত দুই দিন ধরেই ধর্মশালায় বৃষ্টি হয়েছে। ক্যাপ্টেন ঋষভ পন্থ জানিয়েছেন, টস জিতে বোলিংয়ের সিদ্ধান্তের মূল কারণ মাঠের পরিস্থিতি কেমন হয়, তা আগে দেখে নেওয়ার সুযোগ পাওয়া।
পিচে কিছুটা আর্দ্রতার ইঙ্গিত দিয়েছেন পাঞ্জাব অধিনায়ক শ্রেয়াস আইয়ারও, যিনি নিজেও আগে বল করতে আগ্রহী ছিলেন।
লখনৌ দলে একটি বড় পরিবর্তন হয়েছে—আইপিএল অভিষেক হচ্ছে বাঁহাতি পেসার আকাশ সিংহের। রাজস্থানের হয়ে ২০ ম্যাচে ১৬ উইকেট নেওয়া এই বোলারকে জায়গা দিয়ে বেঞ্চে পাঠানো হয়েছে রবি বিষ্ণোইকে।
পাঞ্জাব কিংস একাদশ
প্রভসিমরন সিং, প্রিয়াংশ আর্য, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), জশ ইংলিস (উইকেটকিপার), শশাঙ্ক সিং, নেহাল ওয়াধেরা, মার্কাস স্টয়নিস, আজমতউল্লাহ ওমরজাই, মার্কো ইয়ানসেন, যুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং।
রিজার্ভ বেঞ্চ: বিজয়কুমার বৈশাক, হরপ্রীত ব্রার, প্রবীণ দুবে, সূর্যাংশ শেঠ, জ্যাভিয়ার বার্টলেট।
লখনৌ সুপার জায়ান্টস একাদশ
ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), নিকোলাস পুরান, ডেভিড মিলার, আইডেন মার্করাম, আয়ুষ বাদোনি, আবদুল সামাদ, আকাশ সিং, আভেশ খান, মায়াঙ্ক যাদব, প্রিন্স যাদব, দিগ্বেশ রাঠি।
রিজার্ভ বেঞ্চ: রবি বিষ্ণোই, মিচেল মার্শ, হিম্মত সিং, শাহবাজ আহমেদ, ম্যাথিউ ব্রিটজকে।
বিডি প্রতিদিন/মুসা