স্বেচ্ছাসেবামূলক খাতে অবদান রাখায় লন্ডনের ইউনিভার্সিটি অব ল থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন বলিউডের মহাতারকা শাহরুখ খান। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে অভিনেতা নিজেই এ খবর জানিয়েছেন।
সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের ছবির পোস্ট করে শাহরুখ লিখেছেন, স্নাতক শিক্ষার্থীদের জন্য আমার শুভকামনা। নিঃস্বার্থ হয়ে কাজ করার ক্ষেত্রে এ অর্জন আমাদের মীর ফাউন্ডেশনের সদস্যদের আরও উৎসাহিত করবে।
শাহরুখের মীর ফাউন্ডেশন একটি অলাভজনক সংস্থা। এটি বিভিন্ন কর্মসূচি ও বেসরকারি সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নারীর ক্ষমতায়নে কাজ করে।
এর আগে মাওলানা আজাদ জাতীয় উর্দু বিশ্ববিদ্যালয়, এডিনবার্গ বিশ্ববিদ্যালয় ও বেডফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয় থেকেও সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেন ৫৩ বছর বয়সী এ অভিনেতা। সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/ফারজানা