বরেণ্য ও শক্তিমান অভিনেতা এটিএম শামসুজ্জামান এখন অনেকটাই সুস্থ। সবকিছু ঠিক থাকলে আগামী শনিবার তাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হবে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ প্রতিদিনকে এমনটাই জানালেন এটিএম শামসুজ্জামানের মেজো মেয়ে কোয়েল। এটিএম শামসুজ্জামান বর্তমানে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে রিলিজের পর হাসপাতাল থেকে বাসায় নয়, এই অভিনেতাকে নেওয়া হবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে।
কোয়েল বলেন, আপনাদের দোয়ায় আমার আব্বা এখন অনেকটাই সুস্থ। আশা করি শনিবার চিকিৎসকরা তাকে রিলিজ দিয়ে দিবেন।
তাহলে বাসায় নয়, বিএসএমএমইউ-তে কেন? এবার কোয়েল বলেন, সুস্থ হলেও তাকে যেন নার্সিং আর অন্যান্য শুশ্রূষা তাৎক্ষনিক দেওয়া যায় তাই এমন সিদ্ধান্ত। এছাড়া আব্বাকে ফিজিওথেরাপিও দিতে হবে। এজন্য তাকে কয়েকদিন বিএসএমএমইউ-তে রাখবো।
কোয়েল আরও জানান, আগামী শনিবার এটিএম শামসুজ্জামানকে রিলিজের প্রাক্কালে আজগর আলী হাসপাতালে সংবাদ সম্মেলন করবেন তারা। সংবাদ সম্মেলনে সেখানকার ডাক্তাররা চিকিৎসা ও অন্যান্য বিষয়ে ব্রিফ করবেন।
বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ