Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১৫ জুন, ২০১৯ ১৪:২৫

ভারতে সরিয়ে আনা হোক বিশ্বকাপ, দাবি অমিতাভের!

অনলাইন ডেস্ক

ভারতে সরিয়ে আনা হোক বিশ্বকাপ, দাবি অমিতাভের!
ফাইল ছবি

গত বৃহস্পতিবার ট্রেন্ট ব্রিজে বৃষ্টির কারণে বাতিল হয়েছে ভারত-নিউ জিল্যান্ডের খেলা। এরপর নানা মিমও বের হয়েছে লন্ডনের বৃষ্টি এবং বিশ্বকাপ নিয়ে। এই বিষয়ে হালকা মেজাজে পাওয়া গেল বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনকেও। 

খেলা দেখতে ভীষণই ভালোবাসেন অমিতাভ বচ্চন। সে যে কোনো খেলাই হোক না কেন। ক্রিকেটের তিনি অন্ধ ভক্ত। বৃহস্পতিবার খেলা বাতিল হওয়ার পরই ট্যুইট করলেন বিগ বি। সেখানে তিনি লিখলেন, বিশ্বকাপের ভেন্যু বদলে ভারত করে দেওয়া হোক...তাতে যদি বৃষ্টি হয়। 

প্রসঙ্গত, তীব্র তাপে জ্বলছে ভারতের বিভিন্ন প্রান্ত। বইছে তাপপ্রবাহ। আবহাওয়া দফতরও কোনও আশার খবর শোনাতে পারছে না। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতেই এমন একটি ট্যুইট করেন অমিতাভ বচ্চন। 

 

বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ


আপনার মন্তব্য