বুকে ব্যথা নিয়ে চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলিউড পরিচালক মণিরত্নম। যদিও হাসপাতাল সূত্রে খবর, রুটিন চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন মণি। সেখানে হঠাতই তার বুকে ব্যথা শুরু হওয়ায় ভর্তি করে নেওয়া হয়। অ্যাসিডিটির সমস্যার কারণে পরিচালকের বুকে ব্যথা হয়েছিল বলে খবর।
২০০৪-এ ‘যুবা’ এবং ২০০৯-এ ‘রাবণ’-এর কাজ চলার সময় হৃদযন্ত্রের সমস্যায় আক্রান্ত হয়েছিলেন মণি। এ বার অসুস্থ হয়ে পড়ার পর মণির হৃদযন্ত্রের সমস্যা হয়েছে বলে খবর ছড়ায়। কিন্তু হাসপাতাল সূত্রে খবর, অসুস্থতা গুরুতর নয়। এখন ভাল আছেন পরিচালক।
আপাতত ‘পন্নিইন সেলভান’-এর কাজ করছেন মণি। ঐশ্বরিয়া রাই বচ্চন, অমিতাভ বচ্চন, অমলা পাল, জয়রাম রবি, আনুশকা শেঠির মতো তারকারা রয়েছে এই ছবিতে।
বিডি প্রতিদিন/ফারজানা