অনেক আলোচনা সৃষ্টি করেও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল 'রেঙ্গুন' ছবিটি। এতে জুটি হিসেবে অভিনয় করেছেন শহীদ কাপুর ও কঙ্গনা রনৌত। বিশাল ভরদ্বাজ পরিচালিত ছবিটিতে শহীদ-কঙ্গনার একটি চুমুর দৃশ্য নিয়েও বেশ হইচই হয়েছিল। কারণ কঙ্গনা সেটির ‘বিরক্তিকর’ অভিজ্ঞতা হিসেবে আখ্যা দিয়েছিলেন।
বর্তমানে 'কবীর সিং' ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন শহীদ কাপুর। এ ছবিতেও অভিনেত্রী কিয়ারা আদভানির সঙ্গে তার অন্তরঙ্গ দৃশ্য রয়েছে।
সেই সূত্র ধরেই 'রেঙ্গুন' ছবির সেই মাটিমাখা চুমু দৃশ্য নিয়ে প্রশ্ন করা হয় শহীদকে। উত্তরে শহীদ জানান, এটা সত্যিই এলোমেলো প্রশ্ন! সত্যিই এলোমেলো স্মৃতি... কিছুই স্মরণ করতে পারছি না। সে বিষয়ে আমার মাথায় কিছু নেই। যদি সেটা মাটিতে হয়, তবে মাটিতেই ছিল।
বিডি প্রতিদিন/ফারজানা