ভারত-পাকিস্তান ম্যাচের দিন হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে সেলফি তুলে হুমকির মুখে পড়তে হয়েছে বলিউড অভিনেতা রণবীর সিংকে। ছবি পোস্ট করে তিনি লিখেছেন, খাও, ঘুমাও, আধিপত্য বিস্তার করো, পুনর্বার এটা করো। এটাই হার্দিকের বৈশিষ্ট্য।
বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই অলরাউন্ডার হার্দিকের দুরন্ত পারফরম্যান্সের জন্য এই কথা বলেছেন রণবীর। তবে, এই কথাগুলি লেখার জন্যই তাকে সতর্ক করেছেন বিখ্যাত আমেরিকান কুস্তিগির ব্রক লেসনারের এজেন্ট হেইম্যান।
“ইট, স্লিপ, কনকার, রিপিট” এই কথাগুলি আসলে ব্রক লেসনারের হয়ে ব্যবহার করতেন তার ব্যক্তিগত এজেন্ট পল হেইম্যান। যিনি কি না পেশায় একজন আইনজীবীও বটে! সালটা ২০০৩। সম্ভবত সেই সময়েই 'খাও, ঘুমাও, জয় করো, পুনর্বার এটা করো' কথাটির কপিরাইট করিয়েছিলেন হেইম্যান এবং লেসনার।
তাই রণবীরের ক্যাপশনে ওই শব্দগুলি দেখে রীতিমতো ক্ষুব্ধ হয়ে উঠেছেন কুস্তিগিরের এজেন্ট হেইম্যান। পাল্টা টুইট করে কপি রাইটের কথা উল্লেখ করে হুঁশিয়ারিও দিয়েছেন অভিনেতাকে।
বিডি প্রতিদিন/ফারজানা