সাভারে চলছে শান সিনেমার এ্যাকশন দৃশ্য ধারনের কাজ। যেখানে শুটিংয়ে অংশ নিয়েছেন সিয়াম, পূজা এবং তাসকিন। বাংলাদেশে এই প্রথম "ক্রাব মাগা" এ্যাকশন করা হচ্ছে এই সিনেমায়।
দৃশ্যধারনের সময় সিয়াম মারাত্মক ভাবে আহত হয়। তার কাধের বা পাসে ব্যাপক চোট লাগে কিন্তু তার পরেও সে শুটিং চালিয়ে যায়। এমন ডেডিকেশন দেখে সেটের সবাই তাকে বাহবা দিচ্ছে।
‘শান’ ছবির গল্প লিখেছেন আজাদ খান। পরিচালনায় এম রাহিম। চিত্রগ্রাহক সাইফুল শাহীন। ছবিতে অভিনয় করছেন সিয়াম, পূজা চেরি, তাসকিন রহমান, অরুণা বিশ্বাস, চম্পা, ডনসহ আরো অনেকে। ছবিটি প্রযোজনা করছে কুইক মাল্টিমিডিয়া।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ