অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও নাম লিখিয়েছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। ভারতের সদ্য শেষ হওয়া নির্বাচনে পশ্চিমবঙ্গের হয়ে তৃণমূল কংগ্রেস থেকে বিপুল ভোটে জিতে বসিরহাটের সাংসদ নির্বাচিত হয়েছেন তিনি। তবে শুধু পেশাগত জীবনেই নয়, ব্যক্তিগত জীবনেও নতুন পদক্ষেপ করেছেন এই লাস্যময়ী। তুরস্কের বোদরুম শহরে রাজকীয় বিয়ের অনুষ্ঠান সেরে গত ২৩ তারিখ স্বামী নিখিলকে নিয়ে কলকাতায় ফিরেছেন নুসরাত। কিন্তু সেই বিয়ে নিয়ে সমালোচনায় বিদ্ধ হতে হয়েছে তাদের। কিন্তু সেইসব সমালোচনাকে পাত্তা দিতে নারাজ নিখিল। বরং নিজের স্ত্রীকে নিয়ে গর্ব অনুভব করছেন তিনি। কারণ নায়িকা হিসেবে তো দর্শকের মন আগেই জয় করেছেন। সাংসদ নুসরাত যে জনগণের হৃদয় জয় করবেন তার সাক্ষর রাখলেন সংসদেই।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, ২৫ জুন নব-নির্বাচিত সাংসদ হিসাবে শপথ নিয়েছেন সাংসদ-নায়িকা। শপথ গ্রহণের ঠিক পরদিন সংসদে গিয়ে নিজের সংসদীয় এলাকার মানুষের জন্য একাধিক দাবিও জানিয়েছেন তিনি। বসিরহাট লোকসভা কেন্দ্রের অধীনে একটি কেন্দ্রীয় বিদ্যালয়ের দাবি তুলেছেন নুসরাত।
স্ত্রীর মানুষের জন্য কাজের প্রয়াস দেখে গর্বিত স্বামী নিখিল জৈন। তিনি সামাজিক যোগাযোগের মাধ্যমে লিখেছে, ‘আমরা প্রায় প্রতিদিনই অনেককে অনেক ধরনের প্রতিশ্রুতি দিতে দেখি। আবার সেসব ভাঙতেও দেখি। এক্ষেত্রে পুরোটাই আলাদা। নুসরাত শপথ গ্রহণের ঠিক একদিন পরেই বসিরহাটের মানুষের জন্য কিছু চাইল। প্রণাম। তোমার জন্য গর্ব হচ্ছে।’
বিডি প্রতিদিন/এনায়েত করিম