হৃত্বিক রোশনের বোন সুনায়না রোশনের প্রেমিক রুহেল আমিনকে নাকি রোশন পরিবার মেনে নিচ্ছে না। আর এই নিয়েই রোশন পরিবারে যত অশান্তি। বেশকিছুদিন ধরে সুনায়না অভিযোগ করছিলেন তার প্রেমিক রুহেল ইসলাম ধর্মাবলম্বী বলে বাবা রাকেশ রোশন ও ভাই হৃত্বিক তাকে মেনে নিচ্ছেন না। এমনকি রুহেলের সঙ্গে প্রেম করার জন্য বাবা রাকেশ রোশন তার গায়ে হাতও তুলেছেন বলে অভিযোগ করেন সুনায়না। রুহেলকে 'জঙ্গি' বলে কটাক্ষ করা হয়েছে বলে সুনায়নার অভিযোগ।
এদিকে রোশন পরিবারের ঘনিষ্ঠ এক ব্যক্তি 'বলিউড হাঙ্গামা'কে জানান, রুহেল বিবাহিত। তার সন্তানও রয়েছে। আর সেকারণেই রাকেশ রোশন, পিঙ্কি রোশন ও হৃত্বিক রোশন কোনওভাবেই সুনায়নার রুহেলের সঙ্গে থাকার বিষয়ে সম্মতি দিচ্ছেন না।
আর এর আগেও বিয়ের ব্যপারে একাধিকবার ভুল সিদ্ধান্ত নিয়েছেন সুনায়না। প্রতি ক্ষেত্রেই তার সম্পর্ক ভেঙে গেছে। তাই রোশন পরিবারের কোনও সদস্যই চান না সুোয়না আরও একবার ভুল সিদ্ধান্ত নিক বা ভুল জীবনসঙ্গী বেছে নিক।
কয়েকদিন আগেই সুনায়নার সঙ্গে তার সম্পর্ক রোশন পরিবারের মেনে না নেওয়া নিয়ে মুখ খুলেছিলেন রুহেল আমিন। তিনি শুধুমাত্র ইসলাম ধর্মাবলম্বী বলে রোশন পরিবার নাকি তাকে মেনে নিচ্ছে না একথা শুনে রুহেল বলেন, "এটা ভীষণই দুর্ভাগ্যজনক। ভিন্নধর্মী হওয়ার কারণে কাউকে সন্ত্রাসবাদী তকমা দেওয়াটা ঠিক নয়। এর বিরুদ্ধে প্রতিবাদ করা উচিৎ।"
রুহেল আরও বলেন, ''সুনায়না নতুনভাবে জীবনটা শুরু করতে চায়। এক্ষেত্রে ও ওর পরিবারের সমর্থন চায়। হৃতিক সুজান খানকে বিয়ে করেছিলেন। তিনিও তো ভিন্নধর্মী। তাহলে সুনায়নার ক্ষেত্রে এই অবিচার কেন? সকলেই "বিদ্রূপটা সবাই দেখতে পাচ্ছে।"
প্রসঙ্গত, এর আগে ২০০৯ সালে আমেরিকা প্রবাসী ব্যবসায়ী মোহন নগরের সঙ্গে বিয়ে হয়েছিল সুনায়নার। তবে সেই সম্পর্ক স্থায়ী হয়নি। পরবর্তীকালে ফের আশিস সোনির সঙ্গে বিয়ে হয় সুনায়নার। সুরানিকা নামে তাদের একটি মেয়েও রয়েছে।
শোনা যায়, ২০১৫ সালে ভারত কাপুর নামে এক ব্যক্তির সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিলেন সুনায়না।
বিডি প্রতিদিন/কালাম