প্রথমবারের মতো গীতিকার জিয়াউদ্দিন আলমের সুরে এক বিজ্ঞাপনের জিঙ্গেলে কণ্ঠ দিলেন জনপ্রিয় গায়িকা কনা। ‘সুন্দরী নারিকেল তেল’ এর সেই বিজ্ঞাপনে মডেল হিসেবে দেখা যাবে জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন আকাশ আমিন।
জিঙ্গেলটি লিখেছেন আজিশা রহমান ইতি। সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। গত বৃহস্পতিবার মৌচাকের একটি স্টুডিওতে জিঙ্গেলটিতে কণ্ঠ দেন কনা। নির্মাতা জানান, ‘সুন্দরী নারিকেল তেলের বিজ্ঞাপনের কাজটি ভালো হচ্ছে। আশা করছি, এটি আন্তর্জাতিক মানের একটি বিজ্ঞাপন হবে।
বিডি-প্রতিদিন/শফিক