ঢালিউডে দীর্ঘ সময় ধরে দাপিয়ে বেড়ালেও কখনো বিজ্ঞাপনে কাজ করতে দেখা যায়নি আলোচিত খলঅভিনেতা মনোয়ার হোসেন ডিপজলকে। সম্প্রতি একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছেন তিনি। এ মাধ্যমে অভিষেকেই সাড়া ফেলে দিয়েছেন ডিপজল। এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপনের ভিডিওটি ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। চলচ্চিত্রের মতো এখানেও তার দুর্দান্ত অভিনয় ও সংলাপ বলার স্টাইলের প্রশংসা করছেন সবাই।
সড়ক নিরাপত্তা নিয়ে জনসচেতনতামূলক ওই বিজ্ঞাপনচিত্রে দেখা যায়, সামনে এসে টোকা দিয়ে ডিপজল বলছেন, কি ভাতিজা, নবাব হইছো? রং সাইডে গাড়ি চালাও- রাস্তা চেন না? ফিডার খাও?
ডিপজলের বাংলা সিনেমায় আগমন হয় পরিচালক মনতাজুর রহমান আকবরের হাত ধরে ১৯৮৬ সালে। তার প্রথম ছবি ‘টাকার পাহাড়’। টানা কয়েক বছর ভিলেন হিসেবে দাপটের সঙ্গে অভিনয়ের পর বিরতি নিয়ে আবার ফিরেন।
বিডি প্রতিদিন/ফারজানা