আগামী ২৬শে জুলাই বাংলা সিনেমার প্রসারে কাজ করে আসা সংগঠন 'কালো' কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের গল্প নিয়ে নির্মিত ‘খাঁচা’ ছবিটি প্রদর্শনীর আয়োজন করেছে।
প্রতিষ্ঠানটির উত্তরা ক্যাম্পাসে বিকাল ৪টা ও সন্ধ্যা সাড়ে ৬টায় দেখানো হবে ছবিটি। যার প্রবেশ মূল্য ধরা হয়েছে ১৫০ টাকা। শিক্ষার্থীদের জন্য ১০০ টাকা। 'খাঁচা' ছবিটি মুক্তি পায় ২০১৭ সালে। এরপর থেকে বিভিন্ন ফেস্টিভালে প্রদর্শিত হয়ে আসছে এটি। ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে ছবিটি নির্মাণ করেছিলেন আকরাম খান।
ছবিটির মূল চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান, মামুনুর রশীদ এবং আজাদ আবুল কালাম। ছবিটিতে আরো অভিনয় করেছেন চাঁদনী, শাহেদ আলী, কায়েস চৌধুরী, পিদিম প্রমুখ। যৌথভাবে ‘খাঁচা’র চিত্রনাট্য করেছেন আজাদ আবুল কালাম ও আকরাম খান।
বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ