Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ২১ আগস্ট, ২০১৯ ১৩:১৯
আপডেট : ২১ আগস্ট, ২০১৯ ১৩:২৩

জেমস বন্ডে ক্রেইগের শেষ ছবি ‘নো টাইম টু ডাই’

অনলাইন ডেস্ক

জেমস বন্ডে ক্রেইগের শেষ ছবি ‘নো টাইম টু ডাই’

দীর্ঘ চার বছর প্রতীক্ষার পর জানা গেলো বন্ডের ২৫তম ছবির নাম। এবারও জেমস বন্ড হবেন ড্যানিয়েল ক্রেইগ। ‘নো টাইম টু ডাই’ নিয়ে ভক্তদের সামনে হাজির হচ্ছেন ড্যানিয়েল ক্রেইগ।

মঙ্গলবার প্রযোজনা সংস্থার একটি টুইটে সিরিজের সিনেমার নাম ও মুক্তির সম্ভাব্য তারিখ জানানো হয়। 

বন্ডের চরিত্রে ক্রেইগ এবার ৫ম ও শেষবারের মতো পারফর্ম করবেন। তার নায়িকা হিসেবে থাকছেন লি সিডক্স। আর সঙ্গে রহস্যময় ভিলেন চরিত্রে অভিনয় করেছেন অস্কারবিজয়ী রামি মালেক।

২০১৫ সালে ‘স্পেকটর’ ছবির পরে ক্রেগ বলেছিলেন জেমস বন্ড চরিত্রে আর অভিনয় করবেন না। তবে ভক্তদের কারণে বাধ্য হয়ে আবারও জেমস বন্ড হচ্ছেন এই তারকা। তবে ‘নো টাইম টু ডাই’ ছবির মধ্য দিয়েই বন্ড হিসেবে তার অভিনয় শেষ হতে যাচ্ছে।

ব্রিটিশ নারী লেখক ফোবে ওয়ালার-ব্রিজওর চিত্রনাট্য ও ক্যারি জোজির পরিচালনায় ‘নো টাইম টু ডাই’ ছবিটি নির্মিত।  

প্রযোজনা সংস্থার টুইটে জানানো হয়, আগামী বছরের ৩ এপ্রিল যুক্তরাজ্যে ও ৮ এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে ‘নো টাইম টু ডাই’। 


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন


আপনার মন্তব্য