ওয়েব সিরিজে অভিষেক হলো টলিউড অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়ের। ‘পাপ’ শিরোনামের সেই ওয়েব সিরিজে পূজার চরিত্রটির নাম পার্বণী। এই ওয়েব সিরিজে পার্বণী এমন একটি চরিত্র যে-কিনা তার ছেলেবেলা থেকেই বিভিন্ন পারিবারিক সমস্যার মধ্যে দিয়েই বড় হয়ে ওঠেছেন। তিনি একজন স্বনির্ভরশীল স্বাধীনচেতা মহিলা। যিনি তার পরিবারের মধ্যে লুকিয়ে থাকা বহু ঘৃণা, নির্যাতনের সাক্ষী।
এই ওয়েব সিরিজের পুরো গল্পটিই তুলে ধরা হবে ২০০ বছরের পুরোনো পারিবারিক দুর্গা পুজোর পটভূমিতে। ‘হইচই অরিজিনাল’ আনছে এ ওয়েব সিরিজ।
পূজা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পাপ-এর চিত্রনাট্য শুনে আর না বলতে পারিনি। এধরনের একটা গল্পে আমি কাজ করতে পারছি এটা আমার সৌভাগ্য। আমার ক্যারিয়ারে এটা প্রথম ওয়েব সিরিজ। আমি এটাকে আরও স্পেশাল করতে চেয়েছিলাম। দুর্গাপূজোতে মুক্তি পাচ্ছে, এর থেকে ভালো আর কিইবা হতে পারে।
বিডি প্রতিদিন/ফারজানা