শ্রীলংকার ৩ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ‘৫ম জাফনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। এ উৎসবে অংশ নিচ্ছে ২২টি দেশের ৭০টি চলচ্চিত্র। উৎসবের প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে বাংলাদেশে প্রথম অমনিবাস চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’।
স্বাগতিক দেশ ছাড়াও এ উৎসবে অংশ নিচ্ছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ভুটান, ব্রাজিল, কানাডা, চেজ রিপাবলিক, মিশর, ফ্রান্স, জার্মানি, ভারত, ইরান, ইতালি, মালয়েশিয়া, নেপাল, নিউজিল্যান্ড, নরওয়ে, ফিলিপাইন, সিঙ্গাপুর, ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের ছবি। উৎসব চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত।
‘ইতি, তোমারই ঢাকা’ ছবিতে উঠে এসেছে ঢাকার নিম্নবিত্ত মানুষের জীবনযাপন, তাদের সংগ্রাম আর বেঁচে থাকার নিরন্তর যুদ্ধ। সেই সঙ্গে ঢাকার নিজস্ব সংস্কৃতিও ফুটে উঠেছে। ১১ জন তরুণ নির্মাতা নির্মাণ করেছেন ইমপ্রেস টেলিফিল্মের সিনেমা ‘ইতি, তোমারই ঢাকা’। তারা হলেন আবদুল্লাহ আল নুর, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, গোলাম কিবরিয়া ফারুকী, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, মো. রবিউল আলম, তানভীর আহসান, নুহাশ হুমায়ূন, রাহাত রহমান, সৈয়দ সালেহ আহমেদ সোবহান ও সৈয়দ আহমেদ শাওকী।
বিডি প্রতিদিন/ফারজানা