ডেঙ্গু জ্বর সেরে গেলেও এখনো পুরোপুরি সুস্থ হননি চিত্রনায়িকা ববি। একসপ্তাহ ধরে বাম কানে ব্যথা অনুভব করছিলেন ববি। এখন ওই কানে শুনতে কিছুটা সমস্যা হচ্ছে।
৫ আগস্ট ববির ডেঙ্গু জ্বর ধরা পড়ে। চিকিৎসকরা সেসময় ববিকে পুরো একমাসের বেড রেস্টে থাকার পরামর্শ দিয়েছেন। পরে জ্বর নিয়ন্ত্রণে আসলেও তার মাথায় ব্যথা ছিল। ববি জানান, তিনি খুব অস্বস্তিতে আছেন। সারাক্ষণ কান ও মাথার যন্ত্রণায় অস্বস্তিকর অবস্থা পার করছেন।
গতকাল সোমবার ববি ইউনাইটেড হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নিয়েছেন। বাংলাদেশ প্রতিদিনকে ববি জানান, গতকাল থেকে আজ ব্যথা তীব্রতর হয়েছে। তাই আজ মঙ্গলবারও তিনি চিকিৎসকের স্মরণাপন্ন হয়েছেন।
বিডি প্রতিদিন/ফারজানা