সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামী নিক জোনাসের বয়স ভুল লিখলেন প্রিয়াঙ্কা চোপড়া। দেশি গার্লের কাণ্ড কারখানায় সরগরম সোশ্যাল মিডিয়া। অবশ্য ভুল ধরিয়ে দিলেন নেটিজেনরাই।
মঙ্গলবার নিজের টাকিলা ব্র্যান্ডের ভিলা ওয়ান-এর উদ্বোধন করেন নিক।
এদিন নিকের সঙ্গে হাজির ছিলেন প্রিয়াঙ্কা চোপড়াও। সেই অনুষ্ঠানেরই স্বামী নিকের সঙ্গে নিজের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন প্রিয়াঙ্কা। যেখানে নিক জোনাসের বয়স ২৭ বলে উল্লেখ করেন তিনি। যদিও নিকের আসল বয়স ২৬। আগামী ১৬ সেপ্টেম্বর তার জন্মদিন।
বিডি প্রতিদিন/কালাম